দ্য ওয়াল ব্যুরো: থানার অফিসারকে ফোনে কদর্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে তীব্র শোরগোলের পর তৃণমূলের বীরভূম জেলার প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নোটিস (Notice) পাঠাল পুলিশ। আগামীকাল শনিবার বোলপুর থানায় (Bolpur Police Station) কেষ্ট মণ্ডলকে হাজিরা দিতে বলা হয়েছে।
ইতিমধ্যে এ ঘটনায় অনুব্রতর বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২২৪, ১৩২, ৩৫১ ও ৭৫ ধারায় মামলাও দায়ের করেছে পুলিশ। এবার পাঠানো হল নোটিসও।
#REL