দ্য ওয়াল ব্যুরো: বোলপুর থানার আইসি-কে (Bolpur police station) ফোনে গালিগালাজের (IC abuse case) অভিযোগে অবশেষে আদালতের দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডল Anubrata Mandal)। সোমবার সকালে বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ (Surrender) করেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক। একইসঙ্গে জামিনেরও আবেদন জানান তিনি।