দ্য ওয়াল ব্যুরো: গত বুধবারই বীরভূমের বোলপুর থানার (Bolpur Police Station) আইসি লিটন হালদারকে (IC Litan Das) বোলপুর থানা থেকে জলপাইগুড়িতে ট্রান্সফার করেছিল রাজ্য পুলিশ। জলপাইগুড়ির ডিআইবি থেকে লিটন হালদারকে এবার ট্রান্সফার করা হল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের কোর্ট ইন্সপেক্টর হিসেবে।
শুক্রবার রাতে রাজ্য পুলিশের (West Bengal Police) তরফে নতুন করে আর একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে নতুন করে লিটন হালদার-সহ ১১ জন অফিসারের বদলির নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।