দ্য ওয়াল ব্যুরো: গোয়ার উপকূলে দাঁড়িয়ে এই দীপাবলিতে (Diwali 2025) নৌসেনার সঙ্গে উৎসব পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি শুধু আলোর উৎসবই নয়, উদযাপন করলেন “অপারেশন সিঁদুর” (Operation Sindoor)-এর সাফল্যও। এই সফরের কেন্দ্রবিন্দু ছিল ভারতের গর্ব আইএনএস বিক্রান্ত (INS Vikrant), দেশের প্রথম স্বনির্মিত বিমানবাহী রণতরী।
জেনে নেওয়া যাক এই অসাধারণ যুদ্ধজাহাজ সম্পর্কে ১০টি তথ্য—