অমল সরকার
ভারত জুড়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী (hunting Bangladeshi infiltrator) খোঁজা শুরু হয়েছে। দফায় দফায় তাদের স্বদেশে ‘পুশ ব্যাক’ (Push Back) অর্থাৎ ঠেলে পাঠানো শুরু করছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (Indian Border security force-BSF)। এই প্রক্রিয়া জোরদার হয়েছে গত এপ্রিলে পহেলগাম হত্যাকাণ্ডের (Pahalgam killing) পর। আগামী বছরের মার্চ-এপ্রিলে অসম ও পশ্চিমবঙ্গে (Assam and West Bengal Assembly election) বিধানসভার ভোট। দুই রাজ্যেই বিজেপি তাদের বহু ব্যবহৃত অনুপ্রবেশ অস্ত্রে ধার দেওয়া শুরু করেছে। অনুপ্রবেশের বিশালতা ও বিপদ নিয়ে লাগাতার