দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৫-এর হাই-ভোল্টেজ কোয়ালিফায়ার ১ ম্যাচে পাঞ্জাব কিংস (PBKS) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-র লড়াই শুধু মাঠেই উত্তেজনার জন্ম দেয়নি, ম্যাচের বাইরেও চর্চা ছড়িয়েছে গ্যালারি ঘিরে। গুজব অনুযায়ী চাহালের সঙ্গে সম্পর্কে রয়েছেন আরজে মাহভাশ, যাঁকে স্টেডিয়ামে একেবারে বিষণ্ণ অবস্থায় দেখা গেল। ম্যাচ চলাকালীন চাহালের দল মুখ থুবড়ে পড়তেই চোখে পড়ল তাঁর বদলে যাওয়া অভিব্যক্তি।