দ্য ওয়াল ব্যুরো: হার্দিক পাণ্ডিয়া মানেই দ্বৈত পরিচয়। একদিকে ময়দানে ভারতে টি-টোয়েন্টি দলের সবচেয়ে ভরসাযোগ্য অলরাউন্ডার। অন্যদিকে নিখাদ ফ্যাশন আইকন। মাঠে বাউন্সার মারেন, ছক্কা হাঁকান। আর বাইরে আলোচনায় তাঁর হেয়ারস্টাইল, ট্যাটু, হিরের দুল। এবার নতুন সংযোজন—হাতঘড়ি!