দ্য ওয়াল ব্যুরো: পাহাড় থেকে সমতল — উত্তরবঙ্গজুড়ে (North Bengal) ফের প্রাকৃতিক বিপর্যয়ের ছায়া। টানা এক সপ্তাহের ভারী বৃষ্টিতে (Rainfall) ফুঁসছে তিস্তা ও মহানন্দা-সহ একাধিক নদী। সোমবার রাতভর বৃষ্টির পরে একাধিক জায়গা জলমগ্ন, ধসে বন্ধ জাতীয় সড়ক। বিপাকে সাধারণ মানুষ থেকে পর্যটক। সাফ বলা যায় — আবারও বিপর্যস্ত উত্তরের জনজীবন।