দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের উত্তর প্রান্তের শহর খাইবার পাখতুনখোয়া প্রদেশে মেঘভাঙা বৃষ্টি আর ধ্বসে মৃতের সংখ্যা দুশো ছাপিয়ে গিয়েছে। মৃত্যুর প্রকৃত সংখ্যা কয়েকশো হতে পারে বলে প্রশাসন আশঙ্কা করছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে উদ্ধার কাজে নামানো একটি সেনা হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে মুখ থুবড়ে পড়ে। কপ্টারের পাঁচ সেনা সদস্য ঘটনাস্থলেই মারা যান।