দ্য ওয়াল ব্যুরো: শনিবার নবান্নে (Nabanna) জেলাশাসকদের (DMs) সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (CS Manoj Pant)। সেই বৈঠক থেকে তিনি একটি জিনিস স্পষ্ট করে দেন - অন্য কোনও কাজের জন্য রাজ্যের উন্নয়নমূলক কাজে কোনও খামতি রাখা যাবে না। এক্ষেত্রে তিনি 'অন্য কাজ' বলতে যে এসআইআর-এর (SIR) কথা বলেছেন তা মনে করা হচ্ছে।
শনিবারের বৈঠকে মূলত রাজ্যের ১৫ টি দফতরের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে কথা হয়। বাংলার বাড়ি, পথশ্রী সহ এইসব প্রকল্পের কাজের অগ্রগতি যেন স্লথ না হয়ে যায়, সেদিকে কড়া নজর রাখার নির্দেশ মুখ্যসচিবের।