রফিকুল জামাদার
সাসপেন্ড করেছি, এফআইআর-এর জন্য সময় দিন, নির্বাচন কমিশনকে বলল নবান্ন
ভোটার তালিকায় (Voter List) অবৈধ ভাবে নাম তোলা-সহ একাধিক অনিয়মের অভিযোগে রাজ্যের চার সরকারি অফিসারকে বৃহস্পতিবারই সাসপেন্ড (Suspend) করেছে নবান্ন (Nabanna)। তবে কমিশন যে এফআইআর করার নির্দেশ দিয়েছিল, তা কার্যকর করেনি। যা থেকে অনেকের ধারণা হয়েছিল, নবান্ন বুঝি এখনও কমিশনের কথা পুরোপুরি মানতে নারাজ! কিন্তু কোথায় কী! জানা গেল, নবান্ন এক প্রকার নিঃশব্দে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরে একটা রিপোর্টও পাঠিয়েছে। সেই রিপোর্টে সুর একেবারেই ভিন্ন।