দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে (Bangladesh) আটক বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি খাতুন-সহ (Sonali Khatun) ছ’জন অবশেষে মুক্তি পেলেন। পড়শি দেশের চাঁপাই নবাবগঞ্জের আদালত সোমবার জামিন মঞ্জুর (Bail Granted) করেছে তাঁদের। আর তারপরই সোনালি, সুইটি বিবি-সহ বাকিরা জেল থেকে ছাড়া পান।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে একই দিনে ভারতের সুপ্রিম কোর্টও (Supreme Court) মানবিকতার ভিত্তিতে সোনালিদের দেশে ফিরিয়ে আনতে কেন্দ্রকে ফের নির্দেশ দেয়। কেন্দ্রের তরফে আদালতে এ বিষয়ে সম্মতিও জানানো হয়েছে। তাহলে বলাই যায়, সোনালিদের ভারতে তথা বাড়িতে ফেরা সময়ের অপেক্ষা।