দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণের শিকার (Rape survivors) কোনও নারী বা নাবালিকার গর্ভপাতে যদি আদালতের নির্দেশ থাকে, তবে হাসপাতাল বা চিকিৎসা প্রতিষ্ঠানগুলি তাঁর পরিচয়পত্র (ID proof) চাইতে পারবে না- এমনটাই বলেছে দিল্লি হাইকোর্ট। ২৯ মে এই ঐতিহাসিক রায় ঘোষণা হয়েছে।
বিচারপতি স্বর্ণ কান্ত শর্মা বলেন, ধর্ষণের শিকার যে কোনও নারী, বিশেষত নাবালিকা নির্যাতিতাদের জন্য প্রাক্টিক্যাল এক বিশেষ মেডিক্যাল নির্দেশিকা (Medical Protocol) থাকা উচিত। তাতে স্পষ্টতা, সংবেদনশীলতা ও মানবিকতার নিদর্শনও থাকতে হবে।
#REL