দ্য ওয়াল ব্যুরো: অজয় নদ (Ajay river) থেকে ফের উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা (Second World War Bomb recovered)। এক মাসের মধ্যে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল বীরভূমে। বৃহস্পতিবার সকালে জাহানাবাদ সংলগ্ন অজয় নদ থেকে মাছ ধরার জালে জড়িয়ে আসে পুরনো বোমাটি। মুহূর্তেই ছড়ায় আতঙ্ক, নদীর ধারে ভিড় জমে স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বোলপুর থানার পুলিশ (Bolpur)।
পুলিশ এসে সঙ্গে সঙ্গেই গোটা এলাকা ঘিরে ফেলে। নদীর ঘাটে শুরু হয় টহল। খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডে। আপাতত উদ্ধার হওয়া বোমাটিকে নদীর চড়ে পুঁতে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
#REL