দ্য ওয়াল ব্যুরো: এবার অস্ত্রের (Arms) হদিস মিলল কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল কর্মীর (Tmc worker) বাড়ি থেকে। সোমবার রাতে গোপন সূত্রের খবর পেয়ে কামারহাটি ও খড়দহ থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে খড়দার (Khardha) মৌলনা সেলিম রোডে ওই তৃণমূল কর্মীর বাড়ি থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করেছে।
ধৃতর নাম নইম আলি ওরফে নেপালি। অভিযুক্ত পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দে-র ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। কোথা থেকে কীভাবে এই অস্ত্র তার বাড়িতে এলে নইমকে জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
#REL