দ্য ওয়াল ব্যুরো: কলকাতার রাস্তায় ফের হতে চলেছে শহরের অন্যতম জনপ্রিয় - কলকাতা পুলিশ সেফ ড্রাইভ সেফ লাইফ (Safe Life Safe Drive) হাফ ম্যারাথন (Kolkata Police Half Marathon)। বুধবার কলকাতা পুলিশ জানিয়ে দিল, আগামী বছরের এই প্রতিযোগিতা শুধু শহরজুড়ে স্বাস্থ্যকর দৌড় সংস্কৃতির উদযাপনই নয়, এবার যুক্ত হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে পা রাখার সুযোগও।