দ্য ওয়াল ব্যুরো: কলকাতার রাস্তায় ফের চাকরি আন্দোলনের (Job Seekers) উত্তাপ। পথে নামলেন ২০২২-এর টেট উত্তীর্ণরা (2022 TET)। তাঁদের মূল দাবি একটাই, শূন্যপদে দ্রুত নিয়োগ। এদিন করুণাময়ী (Karunamoyee) থেকে মিছিল শুরু করেন চাকরিপ্রার্থীরা। তবে তাঁদের মিছিল শুরু হওয়ার আগেই শুরু হয়ে যায় পুলিশি ধরপাকড়। তবে সেই বাধা কাটিয়ে মিছিল এগিয়ে নিয়ে যান আন্দোলনকারীরা।