দ্য ওয়াল ব্যুরো: পয়লা বৈশাখের ঠিক দুদিন আগের ঘটনা। সেদিন সন্ধেয় আইপিএলে মুম্বই ইন্ডিয়ানসের খেলা ছিল দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। চলতি মরশুমে সে ছিল করুণ নায়ারের প্রথম ম্যাচ। প্রথমে ব্যাট করে বড় রানের টার্গেট বেঁধে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ানস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম সেই ম্যাচেই দেখেছিল, কীভাবে জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়ার বল ছাতু করে দিচ্ছেন করুণ। ২২ বলে ৫০, ৪০ বলে ৮৯। সেই ইনিংস চোখে না দেখলে বিশ্বাস করা যায় না।
কাট টু ২৪ মে। শেষমেশ করুণের কপালে শিঁকে ছিড়ল। ইংল্যান্ড সফরে ভারতীয় দলে সুযোগ পেলেন বিদর্ভের তুখোর ব্যাটার করুণ নায়ার।
গৌতম গম্ভীরের (Gautam Gambhir) জমানায় যে তারকা প্রথার অবসান ঘটতে চলেছে তা রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandra Aswin) আচমকা অবসরেই বোঝা গিয়েছিল। অশ্বিন তথাকথিত স্টার নন, দক্ষিণের এই শিক্ষিত ইঞ্জিনিয়র ক্রিকেটারের পরিসংখ্যানই তাঁর হয়ে সারাজীবন কথা বলেছে। কিন্তু এ কথা ঠিক, নিউ জিল্যান্ড সিরিজ এবং অস্ট্রেলিয়া সফরের দলের চূড়ান্ত ব্যর্থতা গম্ভীরকে বাধ্য করেছে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে। তারই অন্যতম দেশের সর্বকালের অন্যতম সেরা তারকা বিরাট কোহলির (Virat Kohli) আচমকা অবসর ঘোষণা।