দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: যে দেশের জেহাদিরা এক সময় জাতির পিতার মূর্তি গুঁড়িয়ে দিয়েছিল, সেই দেশেই এবার পৌঁছে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি নতুন মূর্তি। কৃষ্ণনগরের ঘূর্ণির মৃৎশিল্পী রানা মল্লিকের তৈরি মূর্তিটি খুব শীঘ্রই পৌঁছে যাচ্ছে বাংলাদেশে। ১৫ই অগস্টের আগেই মূর্তিটি পৌঁছবে বাংলাদেশে, এমনই জানাচ্ছেন শিল্পী রানা। তাঁর কথায়, “এই কাজটা আমার কাছে শুধু একটা বরাত নয়, এটা আমার শিল্পজীবনের শ্রেষ্ঠ দায়িত্ব। আমি গর্বিত যে বঙ্গবন্ধুর মূর্তি তৈরি করছি।”
#REL