কাজল বসাক, নদিয়া
বাড়িতে এনুমারেশন ফর্ম আসার পর থেকেই চিন্তিত হয়ে পড়েছেন রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার ৮৭ নম্বর এলাকার বাসিন্দা ৭৫ বছর বয়সের সুভাষচন্দ্র রায়। এতদিন তাঁর দুই ছেলে থাকলেও এনুমারেশন ফর্মে আরেকটি ছেলের হদিস মিলেছে। এই ছেলের নাম শান্তনু রায়। সুভাষবাবুর পরিবারের দাবি, তাদের বাড়িতে পাঁচজন সদস্যই আছেন। সুভাষবাবু নিজে, এবং তাঁর দুই ছেলে ও দুই ছেলের বউ। তাঁর স্ত্রী বিয়োগ হয়েছে অনেকদিন আগে। অথচ শান্তনু রায়ের পিতৃপরিচয়ে তাঁর নাম দেখিয়ে এনুমারেশন ফর্ম তাঁদের বাড়িতে দিয়ে যাওয়া হয়েছে। এখন যদি এই অজানা পুত্রকে সম্পত্তির ভাগ দিতে হয়, ত