দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: টাকার লোভ দেখিয়ে বেলপাতা পাড়তে গাছে তুলে তিন কিশোরের মোবাইল ফোন নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী। এই ঘটনায় শোরগোল পড়ল শান্তিপুরের নিকুঞ্জনগরে।
এলাকার বাসিন্দা ৩ কিশোর বৃহস্পতিবার বিকেলে একটি বাগানে বসে মোবাইল ফোনে গেম খেলছিল। অভিযোগ, সেই সময় দুই ব্যক্তি এসে ওই কিশোরদের গাছ থেকে বেলপাতা পেড়ে দিতে বলে। বেলপাতা পাড়ার জন্য টাকা দেবে বলেও ওই কিশোরদের লোভ দেখায়। অভিযোগ, সেই সময় দুই ব্যক্তি বাগানে এসে ওই কিশোরদের গাছ থেকে বেলপাতা পেড়ে দিতে বলে। বেলপাতা পাড়ার জন্য টাকা দেবে বলেও ওই কিশোরদের লোভ দেখায়।
#REL