দ্য ওয়াল ব্যুরো: এক মুহূর্তে ১৮ বছর পর আইপিএল জয়ের মহোৎসব বিষাদে বদলে গেছে। বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় (Bengaluru Stampede) ১১ জনের মৃত্যু হয়েছে। গোটা ঘটনায় প্রশ্নের মুখে কর্নাটক সরকার (Karnataka)। কারণ জানা গেছে, যে স্টেডিয়ামে ৩৩ হাজার সমর্থকের বসার ব্যবস্থা রয়েছে, সেখানে ২ লক্ষ সমর্থক জড়ো হয়েছিল। কেন এই নিয়ে প্রশাসন আগে থেকে ব্যবস্থা নেয়নি সে নিয়েই প্রশ্ন। এদিকে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah) এই ঘটনার সঙ্গে কুম্ভমেলার পদপিষ্টের (Kumbh Mela Stampede) ঘটনার তুলনা টেনেছেন। আর তাতে আরও বিতর্ক সৃষ্টি হয়েছে।