দ্য ওয়াল ব্যুরো: নবাব ও নিজামদের ফ্র্যাঞ্চাইজির যেন প্লে অফ থেকে বাদ পড়ার পর ঘুম ভেঙেছে। পরপর দুই দিন অঘটন দেখেছে আইপিএল ২০২৫ (IPL 2025)। বৃহস্পতিবার লখনউয়ের কাছে হেরেছে গুজরাট আর শুক্রবার হায়দরাবাদ জিতেছে
দ্য ওয়াল ব্যুরো: প্লে-অফে (IPL Play-off) ওঠার আশা মিটমিট করে জ্বলছিল। নিভুনিভু সে আশা ঝুপ করে নিভে গেল গতকাল। চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) হারাতে পারলে আইপিএলের (IPL 2025) নক আউট পর্বে ওঠার রেসে টিকে থাকতে পারত কলকাতা নাইট রাইডার্স (KKR)। সবই অঙ্কের হিসেবে। সেই অঙ্ক ভন্ডুল করে দিল বৃষ্টি। ভেস্তে গেল ম্যাচ। দুই দলই পেল এক পয়েন্ট। আর প্লে-অফের দৌড় থেকে এবারের মতো ছিটকে গেল নাইট বাহিনী। গতবারের চ্যাম্পিয়ন দলের জন্য এবারের আইপিএল মোটেও সুখকর হয়ে রইল না।
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার সন্ধ্যায় আইপিএল ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। প্রথম ইনিংস পর্যন্ত খেলা হলেও প্রবল বৃষ্টির কারণে ম্যাচটি শেষপর্যন্ত বাতিল ঘোষণা করা হয়। ফলত এক পয়েন্ট করেই সন্তুষ্ট থাকতে হল দুই দলকে। কলকাতার জন্য এটি ছিল প্লে-অফে ওঠার শেষ সুযোগ, যা হাতছাড়া হয়ে গেল।
দ্য ওয়াল ব্যুরো: তিনি এখন দলের অধিনায়ক। কিন্তু তিন বছর আগে দলের হয়ে নিলামে নির্বাচিতই হননি। বাদ পড়েছিলেন। ব্যথাহত মনে বাড়ি ফিরে যান। তারপর একজন খেলোয়াড় আহত হওয়ায় বদলি হিসেবে ফের আসে ডাক।
এটুকু বলেই ক্ষান্ত থাকলেন না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) অধিনায়ক রজত পাটিদার (Rajat Patidar)। জানালেন, দ্বিতীয়বার দলে যোগ দেওয়ার আহ্বান পেয়ে খুব একটা খুশি হননি, মনের কোণে জমেছিল অসন্তোষ। এমনকি প্রত্যাবর্তনের আবেদনে সাড়া দেবেন কি না, সেই নিয়েও দ্বিধায় ছিলেন।