দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়াম (M. Chinnaswamy Stadium) আবারও আন্তর্জাতিক ও আইপিএল ম্যাচ আয়োজনের পথে। কর্নাটক মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে। যদিও স্পষ্ট নির্দেশ: একগুচ্ছ কঠোর শর্ত মানলে তবেই ম্যাচ পরিচালনার ছাড়পত্র মিলবে।
সরকার জানিয়ে দিয়েছে, বিচারপতি ডি’কুনহা কমিশনের (D’Cunha Commission) সমস্ত নিরাপত্তা-সংক্রান্ত সুপারিশ বাস্তবায়ন না-হলে কোনও ম্যাচের অনুমতি দেওয়া হবে না। চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব গৃহ দফতরের। কমিশনের জুলাই রিপোর্ট অনুযায়ী, ১৯৭৪ সালে নির্মিত স্টেডিয়ামে আধুনিক নিরাপত্তা পরিকাঠামোর ঘাটতি প্রকট।