দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সিঙ্গুরের বোড়াই তেমাথা এলাকায় একটি নার্সিংহোমে এক নার্সের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়।
নন্দীগ্রামের রায়নগরের বাসিন্দা ওই তরুণী গত তিনদিন আগে নার্সিংহোমের কাজে যোগ দেন। অভিযোগ, বুধবার রাতে নার্সিংহোমের চারতলায় একটি ঘর থেকে পুলিশ তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে নিয়ে চলে যায়। পরিবারের প্রশ্ন, কেন তারা আসার আগে পুলিশ তড়িঘড়ি মৃতদেহ তুলে নিয়ে চলে গেল? কী চাপা দিতে চাইছে পুলিশ! মৃতার বাবা অভিযোগ করেন, তাঁর মেয়েকে খুন করা হয়েছে।
#REL