দ্য ওয়াল ব্যুরো: গঙ্গারামপুরের (Gangarampur) বেসরকারি নার্সিংহোমে (Nursing Home) চাঞ্চল্যকর মৃত্যু এক প্রসূতির। সন্তান জন্মের মাত্র চারদিন পরই শুক্রবার সকালে নার্সিংহোমের দু’তলার ছাদ থেকে ঝাঁপ দেন মামণি মহন্ত দে (২৮)।
তাঁকে গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়ায়।
#REL
পরিবারের অভিযোগ, সন্তানের জন্মের পর থেকেই অসুস্থ ছিলেন মামণি। বারবার চিকিৎসকের দেখানোর দাবি তুললেও নার্সিংহোম কর্তৃপক্ষ এড়িয়ে যায়। শুধুমাত্র ওষুধ দিয়ে দায় সেরেছেন বলে অভিযোগ পরিবারের।