দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ (Bangladesh) আওয়ামী লিগের অফিশিয়াল ওয়েবসাইট (Awami League official website) বন্ধ করে দিয়েছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার (Yunus Government)। আওয়ামী লিগ এই সিদ্ধান্তকে অবৈধ সরকারের বেআইনি পদক্ষেপ বলে উল্লেখ করেছে।
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের শাসকদের ভারত বিরোধিতা (anti India stand by Bangladesh rulers) নতুন নয়। আওয়ামী লিগ (Awami League) বাদে বাকি সব দলই দেশে অতিবৃষ্টি, অনাবৃষ্টি কিংবা অতিরিক্ত গরম, বেশি ঠান্ডা পড়লে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করে এসেছে। ভারত বিরোধিতার সেই দৌড়ে মহম্মদ ইউনুস সম্ভবত সব দলকেই ছাপিয়ে গিয়েছেন। গত নয়-সাড়ে নয় মাসে পদে পদে দিল্লির ষড়যন্ত্র এবং ভারতের আধিপত্যবাদের (India’s hegemony) কথা বলেছেন তিনি। এবারও গদি বাঁচাতে একই রাস্তায় হাঁটলেন। তাঁর সরকারের প্রতি বিএনপি ও সেনাপ্রধানের অনাস্থা ঘিরে মঞ্চস্থ ‘পদত্যাগ’ নাটককে (resignation drama) মান্যতা দি
দ্য ওয়াল ব্যুরো: আওয়ামী লিগের কর্মকাণ্ড নিষিদ্ধ (Ban on Awami League Activities) ঘোষণার সিদ্ধান্ত উদ্বেগ প্রকাশ করল ভারত (India)। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে উদ্বেগজনক বলেছে নয়া দিল্লি (New Delhi)। ফের স্পষ্ট করেছে নয়া দিল্লি শেখ হাসিনা (Sheikh Hasina) ও তাঁর দলের পাশে আছে। দিল্লির তরফে আরও একবার স্পষ্টাস্পষ্টি বুঝিয়ে দেওয়া হয়েছে, ভারত চায় বাংলাদেশে পরবর্তী নির্বাচনগুলি আওয়ামী লিগকে অংশ গ্রহণ করতে দেওয়া হবে।
দ্য ওয়াল ব্যুরো: আওয়ামী লিগ (Awami League) বিগত দিনগুলির মতোই রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবে। মহম্মদ ইউনুস (Md Yunus) সরকারের নির্দেশ আওয়ামী লিগ মানবে না বলে সোমবার রাতে দলের ফেসবুক লাইভ অনুষ্ঠানে বলেন দলের নেত্রী শেখ হাসিনা(Sheikh Hasina)।
সোমবারই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার (Bangladesh interim government) এক নির্দেশনামা জারি করে আওয়ামী লিগের সব ধরনের দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার কথা জানিয়েছে। তাতে বলা হয়েছে, আওয়ামী লিগ নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) মাটিত আওয়ামী লিগের (Awami League) যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করল মহম্মদ ইউনুসের সরকার (Yunus Government)। সোমবার একটু আগে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক এই বিজ্ঞপ্তি জারি করে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বিজ্ঞপ্তি প্রকাশের সময় থেকে সেটি কার্যকর হয়েছে।