দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের (,United Nations General Assembly summit) বৈঠকে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছে আওয়ামী লিগের তুমুল বিক্ষোভের মুখে পড়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Md Yunus, Chief Advisor of Bangladesh)। তাঁর হোটেলের বাইরেও বিক্ষোভ প্রদর্শন করছে শেখ হাসিনার (Sheikh Hasina) দল। ইউনুসের সফর সঙ্গীদের লক্ষ্য করে ডিম ছোড়া (egg thrown by protesters) হয়। জাতীয় নাগরিক পার্টির (NCP) সদস্য সচিব আখতার হোসেনের পিঠে পরপর দুটি ডিম লাগে।