দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকে নতুন উদ্যমে পথে নামতে চলেছে আওয়ামী লিগ। ১০ থেকে ১৩ নভেম্বর চারদিন টানা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে শেখ হাসিনার দল। এর মধ্যে ১৩ নভেম্বর বৃহস্পতিবার রাজধানী ঢাকায় লকডাউন পালনের ডাক দিয়েছে দলটি। ওই দিন ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া প্রথম মামলার রায়ের দিন-তারিখ ঘোষণা করার কথা। পরদিন শুক্র ও শনিবার বাংলাদেশে সরকারি অফিস-আদালতে সাপ্তাহিক ছুটি। আওয়ামী লিগ নেতাদের ধারণা, পরের রবিবার থেকে যে কোনও দিন হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণা করে দেওয়া হতে পারে। দলও সেই মতো মহম্মদ ইউনুস সরকারকে জবাব দিতে তৈরি হচ্ছে।