দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে টানা চার দিন ধরে চলা ইন্ডিগোর (IndiGo Disruption) পরিষেবা ভেঙে পড়ার পরিস্থিতি শুক্রবার আরও প্রকট রূপ নিল। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ-সহ দেশের একাধিক বড় বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকে পড়লেন। ঘণ্টার পর ঘণ্টা ডিলে (Flight Delay), হঠাৎ বাতিল (Flight Cancellation), হারিয়ে যাওয়া লাগেজ (Misplaced Baggage) এবং রিবুকিংয়ে অনিশ্চয়তা, সর্বত্র একটাই চিত্র, অব্যবস্থার অভিযোগ।