দ্য ওয়াল ব্যুরো: মুম্বই ভ্রমণে গেলে শাহরুখ খানের আইকনিক বাংলো মন্নত না দেখা নাকি সফরকে অপূর্ণ রাখে। কিন্তু দেখা নয়, সরাসরি মন্নতে ঢুকে পড়ার দুঃসাহসী চেষ্টা করলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শুভম প্রজাপত। কিং খানের সঙ্গে সাক্ষাৎ করার অদ্ভুত ও মজাদার এক কাণ্ডে তিনি নেটপাড়ায় ব্যাপক চর্চায় উঠে এসেছেন।