দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় গায়ক জুবিন গর্গের দেহ রবিবার সকালে গুয়াহাটির বিমানবন্দরে এসে পৌঁছেছে। প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে বিমানবন্দরে হাজার হাজার ভক্তের ঢল নামে। জুবিনের স্ত্রী গরিম সৈকিয়া গর্গ এবং রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে যান। ফুল দিয়ে সাজানো একটি অ্যাম্বুলেন্সে তার দেহ ভিআইপি এক্সিট দিয়ে বের করে আনা হয়।