দ্য ওয়াল ব্যুরো: বলিউডে ডেবিউয়ের পর ৩৩ বছর পেরিয়ে গিয়েছে অভিনেত্রী কাজলের। দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে, গুপ্ত, কুছ কুছ হোতা হ্যায় এবং কাভি খুশি কাভি গম-এর মতো আইকনিক চলচ্চিত্রে অভিনয় করে তিনি নিজের অভিনয় দক্ষতা ও বহুমুখিতা প্রমাণ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল জানিয়েছেন, তিনি তাঁর অভিনীত সব ছবি দেখেন এবং তিনি নিজেই নিজের সবচেয়ে বড় সমালোচক (Harsh Critic)।