দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শুল্কচাপে সমস্যা বেড়েছে ভারতের (India) বহু রফতানি ক্ষেত্রে। যার অন্যতম উদাহরণ তামিলনাড়ুর তিরুপপুর। যাকে ভারতের নিটঅয়্যার রাজধানী (India’s knitwear capital) বলা হয়ে থাকে। ২০ হাজার কারখানার প্রায় ৩০ লক্ষ শ্রমিক বর্তমানে চাকরি নিয়ে মারাত্মক অনিশ্চয়তার মধ্যে রয়েছে।