দ্য ওয়াল ব্যুরো: মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি। শনিবার ভোররাতে কোচি ফিরল আবুধাবিগামী ইন্ডিগোর বিমান। ফ্লাইটে সেসময় ১৮০ জনেরও বেশি যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন বলে জানা যাচ্ছে। সকলেই বর্তমানে নিরাপদ রয়েছেন।
ফ্লাইট নম্বর 6E-1403 শুক্রবার রাত ১১টা ১০ মিনিটে কোচি থেকে ওড়ে। প্রায় আড়াই ঘণ্টা আকাশে থাকার পর শনিবার রাত ১টা ৪৪ মিনিট নাগাদ বিমানটি কোচিতে ফিরে আসে।
#REL