দ্য ওয়াল ব্যুরো: এয়ার ইন্ডিয়ার বিমানে নিরাপত্তার ঘাটতি! এমনই জোরালো অভিযোগ তুলল দেশের বিমান নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএ (Directorate General of Civil Aviation)। তাদের বার্ষিক রিপোর্টে উঠে এসেছে, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে মোট ৫১টি নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা রয়েছে, যার মধ্যে ৭টি ঘটনাকে 'ক্রিটিকাল লেভেল-১' বা গুরুতর পর্যায়ের ত্রুটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব ত্রুটি অবিলম্বে সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।