দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের মঞ্চেই লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ঘোষণা করেছিলেন, মহাকাশ জয় করে শিগগিরই ঘরে ফিরছেন ভারতের সন্তান ( Indian astronaut)। আর সেই ঘোষণার এক দিনের মধ্যেই দেশে ফিরলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (Space mission) পদচিহ্ন রাখা প্রথম ভারতীয়, মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় নভোচর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhangshu Shukla)।