দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি (North Bengal Flood) পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপির (BJP) দুই জনপ্রতিনিধি! পাথরের ঘায়ে চোখের নীচের হাড় ভেঙে চুরমার হয়ে যায় সাংসদ খগেন মুর্মুর (Khagen Murmu)। হেনস্থা করা হয়েছিল শঙ্কর ঘোষকেও (Shankar Ghosh)। খগেন এখনও হাসপাতালে ভর্তি, ক'দিন হল শঙ্কর চিকিৎসার পর ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। শরীর খানিকটা ঠিক হতেই তিনি ফের ত্রাণ নিয়ে হাজির হলেন নাগরাকাটায়। ঠিক যেখানে তাঁদের উপর হামলা চালিয়েছিল কয়েকজন হামলাকারী।