দ্য ওয়াল ব্যুরো: নবরাত্রির মধ্যেই রাজ্যে ভোট পরিচালনায় দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তুলে দিল বিজেপি। বৃহস্পতিবার দলীয় সভাপতি জেপি নাড্ডা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের কাঁধে পশ্চিমবঙ্গে ভোট করানোর দায়িত্ব দেন। আগামী বছর, ২০২৬ সালে এ রাজ্যে বিধানসভা ভোট হবে। ইলেকশন ইন-চার্জ ভূপেন্দ্র যাদবকে এই কাজে সাহায্য করবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বাঙালি নেতা বিপ্লব দেব।