দ্য ওয়াল ব্যুরো: “অগণিত আশীর্বাদ”— এই শব্দদ্বয় দিয়েই সরকারের শীর্ষ পদে ২৪ বছর পূর্তি (2৪ years as head of government) স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যম X-এ (পূর্বতন টুইটার) তিনি ভাগ করে নিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ নেওয়ার দিনটির একটি পুরনো ছবি। সঙ্গে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণের ছবিও।