দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে এনআরসি, সিএএ ও ‘অনুপ্রবেশ’ নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মাঝেই নতুন করে বিতর্ক উসকে দিলেন উত্তর ২৪ পরগনার বারাসতের এক বিজেপি কর্মী (BJP Worker)। তাঁর দাবি, ছোটবেলায় হেঁটে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন তিনি। এখন ভোটার কার্ড, আধার-সহ সব ভারতীয় নথিই রয়েছে তাঁর নামে। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।