দ্য ওয়াল ব্যুরো: অবশেষে জার্সি বদলে ফেললেন বিজেপি-র উত্তরবঙ্গের প্রাক্তন সাংসদ (BJP EX MP) জন বার্লা (John Barla)। বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিলেন জন।
এদিন তৃণমূল ভবনে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে শসাকদলে যোগদান করলেন তিনি। এর ফলে উত্তরবঙ্গের চা বলয়ে বিজেপিকে বড়সড় ধাক্কার মুখোমুখি হতে হবে বলে মনে করেন শাসকদলের নেতারা।
#REL
মনোজের অভিযোগ, বিজেপিতে থেকে এলাকার মানুষের, বিশেষত চা বাগানের কোনও দাবি পূরণের কাজ করতে পারছিলেন না। তাই এলাকার মানুষের উন্নয়নের স্বার্থেই তাঁর এই দলবদলের সিদ্ধান্ত।