দ্য় ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: তৃণমূলের জমানায় এমএলএ শব্দের মানে বদলে গেছে বলে কটাক্ষ করলেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। বৃহস্পতিবার টিটাগড়ে দলীয় কর্মসূচিতে যোগ দেন তিনি। এখানেই তিনি বলেন, "যে সমস্ত মানুষদের তৃণমূল টিকিট দিয়ে বিধায়ক,সাংসদ বানিয়েছে তারা আসলে তৃণমূলে চাকরি করছেন। তাদের দেখিয়ে ভোটে জিতছে তৃণমূল। এরপর যারা তোলাবাজি করতে রাজি হন না বেশি কান্নাকাটি করেন তাদের ১০-২০ লাখ টাকা দিয়ে দেওয়া হয়। আসলে তৃণমূল এমএলএ শব্দের মানে বদলে মানি লুটিংএজেন্ট করে দিয়েছে।"