দ্য ওয়াল ব্যুরো: মাস কয়েক আগে দ্য ওয়ালকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জনপ্রিয় এক ধারাবাহিকের নামে অভিযোগ এনেছিলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী (Shankar Chakraborty)। জানিয়েছিলেন কথার খেলাপ হয়েছে তাঁর সঙ্গে। মাসে ২২ দিন কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা এসে নেমেছিল ৭ থেকে ৮ দিনে। বাধ্য হয়ে ওই ধারাবাহিক ছেড়ে দেন অভিনেতা।
এবার একই অভিযোগ শোনা গেল আরও এক বর্ষীয়ান অভিনেত্রী তুলিকা বসু (Tulika Basu)। সান বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘বৃন্দাবন বিলাসিনী’। এই ধারাবাহিকেই এক গুরুত্বপূর্ণ চরিত্র দিয়ে ফেরার কথা ছিল তাঁর। যদিও সেই ধারাবাহিক ছেড়ে দিয়েছেন তিনি।
#REL