দ্য ওয়াল ব্যুরো: রোজকার মতোই মঙ্গলবারও সকাল থেকে কখনও ঝিরঝির, কখনও ঝমঝমিয়ে বৃষ্টি চলছে। কালো মেঘে ঢেকে গিয়েছে আকাশ। বাড়ি থেকে বেরোনোর সময়ই মুষলধারে নেমে পড়ছে বৃষ্টি। এমন দৃশ্য এখন নিয়মিত। আবহাওয়ার (Weather) এই খামখেয়ালিপনায় নাজেহাল জনজীবন।
আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে খবর, একটি গভীর নিম্নচাপ দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করছে। তার জেরেই সোমবার সকাল থেকে রাজ্যের বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। এই প্রবণতা আজ, মঙ্গলবারও বজায় থাকবে বলে জানানো হয়েছে।