দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতের হাওয়া বদলের রেশ আগামী কিছুদিন জারি থাকবে রাজ্যে (West Bengal)। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস (Weather Update) দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা তো বটেই, উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেও বৃষ্টির আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। তবে রাতের দিকে স্বস্তি থাকলেও দিনের বেলায় গরমের প্রভাব কিন্তু থেকে যাবেই।