দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (SIR) বিতর্কে তৃণমূল ও কংগ্রেসকে একসঙ্গে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। বুধবার সাংবাদিক বৈঠক করে তিনি ভোট চুরি ইস্যুতে সরাসরি আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee) এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে।
বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) নিয়ে চাপ বাড়িয়ে চলেছে বিরোধীরা। দিল্লির রাজপথে স্লোগানে সরব হন রাহুল গান্ধী ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেকের নিজস্ব লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার (Diamond Harbour) নিয়েই বিস্ফোরক অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।