দ্য ওয়াল ব্যুরো: আজ ওভাল টেস্টের (Oval Test) দ্বিতীয় দিন। আর পঞ্চম টেস্টের গুরুত্বপূর্ণ সেশনে মাঠে নামা ইংরেজ ক্রিকেটারদের মাথায় দেখা গেল সাদা হেয়ারব্যান্ড (White Hairband)। যার আড়ালে রয়েছে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্পের (Graham Thorpe) অকালমৃত্যু।