দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর দুই সুপারস্টার রজনীকান্ত এবং তাঁর প্রাক্তন জামাই ধনুষের বাড়িতে বোমা রাখা আছে। সম্প্রতি এমন ভুয়ো ই-মেল বার্তা আসায় চেন্নাইজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। যদিও তদন্তের পর জানা যায়, এটি 'হোয়াক্স মেল' (ভুয়ো আতঙ্ক সৃষ্টিকারী বার্তা), তবুও চেন্নাই পুলিশ স্বস্তিতে নেই।
সম্প্রতি তামিলনাড়ুর ডেপুটি জেনারেল অফ পুলিশের (DGP) দফতরে একটি ই-মেল আসে, যেখানে দাবি করা হয় যে 'থালাইভা' রজনীকান্ত এবং অভিনেতা ধনুষের চেন্নাইয়ের বাড়িতে বোমা রাখা আছে।
#REL