দ্য ওয়াল ব্যুরো: রাত ১২টার পর বেরোবেন না, তাহলে হয়রানি হতে পারে! কোনও রাজনৈতিক নেতা বা প্রতিবেশীর নিদান নয় - এক তরুণীকে এই যুক্তি দিয়েছেন খোদ পুলিশকর্মী (Police Officer)! চেন্নাই পুলিশের (Chennai Police) এক অফিসারের মন্তব্যে এখন বিতর্ক শুরু হয়েছে।
চেন্নাইয়ের তিরুবনন্তপুরমে এক মহিলাকে উদ্দেশ করে স্থানীয় পুলিশকর্মী যে মন্তব্যে করেছেন তা সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ধরা পড়েছে। তাতে শোনা যায়, কার্তিক নামের ওই পুলিশকর্মী এক মহিলাকে বলছেন - “রাত ১২টার পর এভাবে রাস্তায় বেরোলেই হয়রানি হয়।”
#REL