দ্য ওয়াল ব্যুরো: মা হওয়া প্রতিটি নারীর কাছেই এক অনন্য অনুভূতি। আনন্দ, উদ্বেগ আর অসীম দায়িত্ব। ঠিক সেই পথেই হেঁটেছেন অভিনেত্রী রিচা চাড্ডাও। কিন্তু তাঁর মাতৃত্ব যাত্রা ছিল একেবারেই সাধারণের মতো নয়। রিচা এমন এক মা, যিনি প্রথম দিন থেকেই মেয়েকে নিয়ে আশঙ্কায় ছিলেন। এমনকি সন্তানের নিরাপত্তার কথা ভেবে বাড়িতে বন্দুক রাখার কথাও ভেবেছিলেন তিনি।