দ্য ওয়াল ব্যুরো: বেলেঘাটা রোড থেকে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার (Arrest) করল শিয়ালদহ ট্রাফিক গার্ড (Sealdah Traffic Guard)।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকাল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদহ ট্রাফিক গার্ডের সার্জেন্ট হিরণ্ময় সরকার ও কেজিএইচ কর্মী সুজিত খানড়া বেলেঘাটা রোডে ডিউটিতে ছিলেন। তাঁদের নজরে আসে, সন্দেহজনক ভঙ্গিতে এক ব্যক্তি হাঁটছে।
#REL