রূপক মিশ্র
কখনও ‘দ্য গডফাদারে’র রেস্টোরড ৪কে (4K) ভার্সন, কখনও ‘লুটেরা’ ফিরে আসছে বড় পর্দায়। মাল্টিপ্লেক্সে এখন নতুন ছবির পাশাপাশি চলছে পুরনো সিনেমার নবজাগরণ! যেসব ফিল্ম এক সময় গ্যালারিতে হাততালি পায়নি, সেগুলিও হঠাৎ ফের দেখা যাচ্ছে শহরের বাছাই প্রেক্ষাগৃহে। শাহরুখ খানের জন্মদিনে ‘দিল সে’ বা ‘ম্যায় হু না’-র মতো পুরনো ছবির রি-রিলিজ হচ্ছে, আবার ‘লাল সিং চাড্ডা’ বাণিজ্যিকভাবে ব্যর্থ হলেও নতুন করে সামনে আসছে। এ এক অদ্ভুত সময়চক্র—একবার রিলিজ, ফের রি-রিলিজ, আবার আলোচনায় ফেরা!