দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো ও দীপাবলির উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর দিল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ বুধবার ঘোষণা করেছেন, ১ জুলাই ২০২৫ থেকে মহার্ঘ ভাতায় (DA) ৩% বৃদ্ধি কার্যকর হবে। সরকারের পক্ষ থেকে একে ‘দুর্গাপুজোর উপহার’ বলা হয়েছে। তিনি এও ইঙ্গিত দিয়েছেন, এর পর আরও বড় সুরাহা হবে পে কমিশনের (8th pay commission) সুপারিশ ঘোষণা হলে।
কতটা বাড়ল মহার্ঘ ভাতা?